শিউলি বিছানো পথে-
মাগো আসছো তুমি রথে,
আগমনির সুর ভাসায় আকাশ,
ক্রন্দন রোলে ভরছে কেন বাতাস ?
ছোট্ট শিশু পায়না কেন মাকে-
কোন অপরাধে বুক ভরে তার শোকে?
পূজার থালা শূন্যই পরে রয়,
কি করে বলি ” দুগ্গা মাইকি জয়?
ঘরের দেওয়াল আজ যেন সব কেমন,
পথে -পথে ছড়িয়ে আছে আতঙ্কের সমন,
নীরব-নিথর শূন্য তোমার প্রাঙ্গন-
প্রবেশ নিষেধ আইন জারির অঙ্গন।
মাগো ,নাশ-নাশ করোনা অসুর নাশ,
আজ পরীক্ষা কতটা ভালোবাসো।
ফেরাও হাসি,চুলো জ্বালুক উপোষী গৃহস্থলী,
নিশ্চিন্তে যেন দিতে পারি তোমার অঞ্জলি।
সোহাগ থাকুক, থাকুক সিঁদুর ভরা সিঁথি-
গলায় যেন সুর ভরে যায় আনন্দের গীতি।
কাশের বনের দোলা লাগুক বার্ধক্যের মনে
শারদীয়ার শুভেচ্ছা জানান সকল আত্মজন্যে।
বাজাও ঢাক, ভরাও শঙ্খধ্বনি,
বীরেনবাবুর চন্ডীপাঠে মায়ের আগমনী।
জাগছে মা দশভূজা করোনা হবে ধ্বংস,
মাস্ক,সেনিটাইজার আর দূরত্ব,ভাইরাস হবেই নির্বংশ।