তোমাকে ভালো বাসতে গিয়ে,
প্রেমে অনভিজ্ঞ প্রেমিকা আমি,
অনেক ভুল ত্রুটি করে ফেলেছি।
শীতের আকাশ কে পশমিনা সালের, উষ্ণতা দিতে চেয়েছি।
বর্ষার আকাশের মেঘ সরিয়ে,
অযাচিত হয়ে এক চিলতে রোদ্দুর দিতে চেয়েছি,
গ্রীষ্মকালীন আকাশে, তুমি না চাইতেই,জলভরা মেঘে বৃষ্টি এনে ভরিয়েছি।
তোমার আকাশে সবুজ আলো, জ্বলজ্বল করলে অকারণে কথা বলতে চেয়েছি,
খুব সাধারণ আমিটা তোমার মায়াময় চোখের তারা হতে চেয়েছি।
তুমি কারও প্রশংসায় পঞ্চমুখ হলে ভালোবাসার দাবানলে জ্বলে পুড়ে মরেছি।
নাহ্ এ কোন রাগ হিংসা দ্বেষ ছিল না,
এ গুঢ় সত্য কথাটা তোমাকে বোঝাতে ব্যর্থ হয়েছি।
তোমার তীব্র ধারালো বাক্যবানে আবেগী অশ্রু ঝরিয়েছি।
তোমাকে ভালোবেসে নিজের মধ্যে আশ্চর্যজনক রূপান্তর ঘটিয়েছি।
আজ আমি তোমার আকাশে মুক্ত বিহঙ্গ হয়েছি,
যাকে ধরতে চাইলেও ধরা ছোঁয়া যায় না।
থাকবে না আর কোন মান অভিমান,আবদার কিংবা কথা বলার আকুতি,
তোমার বুক জুড়ে থাকুক পাখিটির তিরিতিরি এক গোপন অনুভূতি!!