কেন যে অকারণে এত বৃষ্টি হয় !
কেন যে আকাশের এত মন খারাপ !
সারাদিন শুধু মুখ ভার করে থাকা !
কয়দিন ধরেই এই ভাবে উদাস হয়ে আছে আকাশটা। কি যে হয়েছে!
হয়তো ও নিজেই জানে না।
যেন সূর্যের সেই ঝিলিমিলি হাসি হারিয়ে ফেলেছে।
কি অদ্ভুত; একটু খোঁজার চেষ্টা তো করতে পারত!
তা নয়, শুধু মুখ ভার করে থাকে আর বৃষ্টি ঝরায়।
অবশ্য কখনো একটু আধটু হাসির ঝিলিক দেখা যাচ্ছে!
মনে হয় যেন একান্তই বাধ্য হয়ে হাসতে হচ্ছে।
তবু আকাশের মন খারাপ দূর হয় না ।