বৃষ্টি খুঁজে চলেছি,
হাতড়ে হাতড়ে সব রাজ্য সাঁতরে,
মানচিত্র খুলে,যদি বৃষ্টির দিশা মেলে!
এই বুঝি সহসা এলো শীতল বারিধারায় বর্ষা,
বৃষ্টি না হলে মন উতলা বৃষ্টিই যে জীবন ভরসা।
এলো কি বৃষ্টি….!!
উদাস চাহনিতে আমি,মেঘেদের আনাগোনা,
নূপুর পায়ে কালো মেঘ প্রশ্রয়ে কবির কল্পনা।
তুমিও বুঝি আমারই মতো,·
ঢাকা দিতে ক্ষত,বৃষ্টি খুঁজতে পাড়ি,
বৃষ্টি হলো প্রেয়সী নারী,কখনো তন্বী কিশোরী।
বৃষ্টিহীন মন উদাসীন,বিহ্বল চোখে চাষী,
বৃষ্টি না হলে, বড়ো গোলমেলে
কি করে বাঁচবো আমরা থাকবো স্থির,সংযত!
আর দেরি নয় মনে খুব ভয়,
বৃষ্টি তুমি তো এবার এসো।
ঝমঝম না পারো,হোক ঘূর্ণিঝড়ও
তবু মনের আকাশে স্বাভাবিক নিয়মে ভেসো।
এ জীবনে খুব ঝুঁকি যদি বর্ষা না দেয় উঁকি,
মনের ঘরে খরা এলে পরে,কিভাবে হবো সুখী?
তাইতো আকুতি ,বর্ষা তুমি না এলেই ক্ষতি,
এবার তো বৃষ্টি তুমি অঝোর ধারায় এসো।
ছুঁয়ে ছুঁয়ে থেকো,শীতল স্পর্শে রেখো,
এভাবেই আমাকে আজীবন ভালোবেসো।