স্বপ্ন আশা মনের মাঝে চিলেকোঠার মত,
নির্জনেতে হৃদয় জুড়ে আলোক দেখে শত।
অতীত কত স্মৃতির কথা অন্তরেতে রাজে,
চিত্তলোকে দহন জ্বালা সদা সকাল সাঁঝে।
ভুলতে চেয়ে হয়না ভোলা বাড়ে বেদন জ্বালা,
সুখের নেশা কাতর করে মনে কষ্ট ঢালা।
ঘুম আসেনা বাসনা যত সাথে রাত্রি জাগে,
বিষাদ ভরা প্রলাপগুলি ভাসে ভোরের রাগে।
আকাঙ্খার বাঁকে স্মৃতির ইতিকথার ফাঁকে,
শূন্যতায় হৃদ আকাশ মেঘমেদুর থাকে।
খরস্রোতা তটিনী মত ব্যথা প্লাবন ঘায়,
ক্ষত আঘাত গোপনে শুধু সহ্য করে যায়।
সাফল্য তো পাইনি কাজে স্বপ্ন দেখা সার,
চেষ্টা সব বিফল গেছে হৃদে দহন ভার।
বাঁচার আশা হচ্ছে ক্ষীণ ক্রমে পৃথ্বী মাঝে,
দিশা বিহীন জীবন যেন পাইনা বল কাজে।
দুখী মনের ভাবনাগুলি কেবল পিছে ঘুরে,
কষ্ট দিয়ে জীবন রাখে অন্ধকারে মুড়ে।
জীবন পথে সফলতার কাছে সদাই হেরে,
ভাগ্য মেনে চলি যে তাই স্বপ্ন আশা ছেড়ে।