কোনও কিছু দেখার আগে নাদেখাগুলো যেমন
কল্পনায় বাস্তবের মতো ওঠে আসে
কোনও কিছু লেখার আগেও নালেখাগুলো তেমনই
কল্পনায় এমন জীবন্ত ছবি হয়ে ওঠে আসে যে
তুলির নিপুণ আঁচড়কেও হার মানায়
অবশেষে সব কিছু চাক্ষুস করার সময়
বাইফোকালে চোখ রেখে মনে হলো
নিজেকেই বলি,আরও দূরদর্শী হও,অনিবার্য হও
ভাবনার অন্তর্গত মনের যথেষ্ট সক্রিয়তা সত্বেও
দু’চোখ ভরিয়ে নাও এমন স্বপ্ন ও কল্পনায়
যা সত্যিই খুব স্পর্শকাতর ও বাস্তবিকপ্রায়
যদিও,
কোথাও অলৌকিকতার কোনও বিষয় নেই
এমন কি আদৌ তেমন প্রসঙ্গও নেই কোন
তবুও ,এই দেখা ও নাদেখার
কিংবা লেখা ও নালেখাগুলোর কল্পনার মধ্যে
যেন দৃষ্টিহীন বা জন্মান্ধদের দূরদৃষ্টির মতো
একটা অনবদ্য অনুভূতির ছোঁয়া থেকে যায়
বাস্তব ও কল্পনার আর স্বপ্নের অপূর্ব এই মিলনসঙ্গমে
যেন সময় ও সমুদ্র এসে এক সাথে মেশে ।