ঢুলু ঢুলু সূর্যের ছায়ার সমুদ্র থেকে
উঠে এসো নিদ্রিত কালঘুমে হে প্রমিথিউস ।
নির্মিত অন্ধকারে বড় কষ্টে আছে
পৃথিবীর বিশুদ্ধ কর্ণিয়া ।
আলোর স্বপ্ন জ্বেলে দীর্ঘ করো
মুখরিত রাত্রির আয়ু ।
যত বেশি , বেশি রাতে আলোর তীব্রতা
তত বেশি হরপ্পার সূচক সভ্যতা ।
অতঃপর আলো ঢালো আকরিক খনিজ ইচ্ছায় ,
ক্ষয়ে যাওয়া হিমবাহ বিষাদের মূলে ,
পাতালের নিভু নিভু জলতল তলে ,
বেপাত্তা হয়ে যাওয়া লাখো লাখো
কর্মচ্যুত নারীদের নাড়ি ধুকপুকে ,
আত্মঘাতী যুদ্ধের খবর ফুরিয়ে ফেলা
ভুলোমন জনতার শোকে ,
সবশেষে অভিজাত উদাসীন বিবেকের কূলে ।