সকাল পেরিয়ে দিন যত গড়ায় ,
নানা রঙের খেলায় দিনের রূপ বদলায় ।
মধ্য গগনে হঠাৎ ধেয়ে আসে
পুঞ্জীভূত কালো মেঘরাশি,
একটু একটু করে ছড়ায় শিরা উপশিরায়,
সময় যত গড়ায় ঘনত্ব বাড়ে মেঘের।
প্রাক সাঁঝের আকাশ,
ঢাকে কালো মেঘের ঘন ছায়ায়।
মনে হয়- কে যেন পৃথিবীর সব আলো
নিয়েছে শুষে এক নিঃশ্বাসে।
রাত হয় গভীর ঘন নিঃশ্বাসে
পূর্ণিমার চাঁদ ঢেকে রয় নিশি আঁধারে,
নিকষ কালো অমানিশায়
আঁধারের বিষণ্নতা দুআঁখিতে-
শুধু গিলে খেতে চায়।
নিশি অবসানে কাটে রাতের আঁধার
কাটে অনেক ঝড় ঝঞ্জায়;
অবশেষে হয় দুশ্চিন্তার অবসান ।
ভবসাগরের অনেকটা পথ সাঁতরে
জীবনের শেষ প্রান্তে–
ঊষা লগনে নব প্রভাতের রবি কিরণে
এসে আজ মনে হয়;
“ওঁ অসতো মা সদগময়
তমসো মা জ্যোতির্গময়”
সব তমসা ঘুচে এক উজ্জ্বল দিন আছে অপেক্ষায়।