ভাল তারে বাস যবে
কেন বাণ হান তবে,
জান না কি মন, সে যে কত অভিমানে
থাকে একা সব বেলা বুঝি আনমনে !
ডাকে না কাহারে হায়!
কোন ই কারণে ,
জান নাকি মন
সে যে কত ব্যাথা আনে?
কালো দীঘি জল সম ছিল টলমল
কানায় কানায় ভরা তার আঁখি জল।
হৃদয় নিঙারে তাই ,ধরি কর করি ছল,
মনে ভাবি এই বুঝি ভাসিবে কপোল ।