দু’চোখ ভরে দেখতে তোমায়
ব্যাকুল আমার আঁখি,
হৃদয় মাঝে অনুরাগে
ইচ্ছে পালক রাখি।
খুঁজে বেড়াই আকুলতায়
একটু দেখার তরে,
লোনা জলে কত যে স্নান
আঁখির তারা ভরে।
চোখের মণি আঁখির তারা
আমায় শুধুই টানে,
বিভোর মনে লগ্ন থাকি
লাগলো যে রঙ প্রাণে।
আঁখির তারা দেখালো যে
শতেক রঙের খেলা,
ভুবন পাড়ের লীলাখেলায়
ফানুস যত ভেলা।
শোকে দুখে ব্যথা পেলে
আঁখির তারা ভাসে,
চোখের মনি দেখার তরে
ঝরে অশ্রু রাশে।