তোমার জন্য আমি বিচক্ষণ হতে পারিনি। মৈত্রী বুঝিনা। অ-সাম্যের লোক বলে দাগিয়ে দিয়েছে সবাই
তুমি যত বেশি ক্যাকটাস হয়ে ওঠো, আমি ততবেশি মরু ভালোবাসি। যত বেশি তুমি আগুন, তত বেশি আমি পুজো করি বজ্র
তুমি বড়লোক। তুমি মালকিন। আমার কাছে-
তুমিই রাষ্ট্র, তুমিই পাপবোধ, তুমিই কূটনীতি
কেউ তোমার সমান নয়। আমি তুষার হয়ে গিয়েছি তুমি হিমালয় বলে
তাকাও। দ্যাখো।
তুমি ছোট হবে বলে আমি সাম্যবাদী হতে পারিনি আজও