কেকশপে খানদুই পেস্ট্রি
যেই সাঁটালাম গড়ে হিস্ট্রি
মুরগী সে ডাকে মোরে
বলে -” ভক্ষণে মোরে
পেটপূজা করা নয় মিস্ট্রি! “
পেটুকেরই লাগে পাপ দৃষ্টি
নতুন সংক্রমন এ সৃষ্টি
তবু যবে গিলে চলি
পেট উপচে গলনালি
তলদেশ ছেড়ে দিলো বৃষ্টি!
বেরোবার আগে জুড়ে কান্না
গিন্নি সে বলে ” খেয়ো আর না”
কে কার শোনে কথা
লোভ মোর রবে কোথা?
ডাক্তারে দিলুম যে ধর্ণা!
লিখে দিয়ে দুটি গুলি, সিরাপ
ডাক্তার বলে “খাওয়া ছাড়ো বাপ! “
স্কুল থেকে ছুটি চেয়ে
দুই দিন শুয়ে শুয়ে
ভালো হয়ে, করি আমি একই পাপ!
পেটুকের শিক্ষা? সে পুরো ঢপ!