এলোমেলো মধ্যরাত ধ্বস্ত ছায়ারা
গড়িয়ে যাচ্ছে জলবেলুন ও ব্যক্তিগত অ্যালবাম
ধারণ করছি আমরা একে অপরের নিঃশর্ত সমর্পণ
সময়ের কোলহল চূর্ণ করি প্রতিদিন
আর স্পর্ধা ভেঙে জেগে ওঠি যখন
জন্মান্ধরা জেগে ওঠতে পারেনা কেউ
বরং নিরেট আবেগের চারপাশে ক্রমশঃ
দানা বাঁধছে অবদমন
আপন ভূমিকা কেড়ে কেড়ে কুমীরের কান্না
যাপনের পরতে পরতে শুধুই
মূল্যবোধের অবক্ষয়
নিজস্ব কন্ঠস্বর সংগীত হয়ে ওঠছেনা কারও আর
নির্বোধের উল্লম্ফনের ছবিতে ভরে ওঠছে
পরিবর্তিত অ্যালবাম ।