দধীচিকে এখনো যায় না ভোলা,
এখন আত্মহনন দেবতাকে দিলো অকাতরে নজরানা,
মঙ্গলযজ্ঞে আত্মবলিদান যেন
সভ্যতার অনুপম বাহার,
দধীচিকে এখনো যায় না ভোলা।
বিদ্যুৎ লিখে গেছে মানুষের ইতিহাসে
বহুবিধ রঙিন জ্বালা,
এখনো থরথর কম্পিত নড়বড়ে ভিত,
অসুরের দারুণ দম্ভ শুনি নিয়ত,
কল্যাণকামী ভীরু আচরণ যেহেতু গড়ে
শুকনো ফুলের মালা,
দধীচিকে এখনো তাই যায় না ভোলা।
বজ্রাস্ত্রের সমাধানে অসার হলো তন্নতন্ন খোঁজা
আর কথা বলা,
এখন রাক্ষসের মহাসমারোহ, ঢক্কানিনাদে তারা রঙিন ফানুস ওড়ায় নিরন্তর,
দেবরাজ ভীষণ আবর্তে খুঁজে চলেন
অস্থিদাতার সহজ হাঁটন চলন,
দধীচি এখনো তাই মূল্যবান প্রমাণ,
কখনো তাঁকে যায় না ভোলা।