পুড়ছে সময় , আমিই নিরোর বেশে
শব্দ শানাই সময় বহির্ভূত ,
চিরায়ত’র নেশায় নিরুত্তাপ
লজ্জা লাগে , ফেরাও মনঃপূত ।
আকাশচারী শব্দ সোপান বেয়ে
আসছি দাঁড়াও , কোথায় সমস্যা ?
ভুলেই গেছি , আজানুলম্বিত
হচ্ছি , অস্থি অসূর্যম্পশ্যা !
আমি তো নই একলা উদাসীন
লক্ষ কোটি মধ্যমেধা সুখ ,
সপ্তাহান্তে মাংস কিনে বাড়ি
কব্জি চেটে ঘুমোতে উন্মুখ ।
রক্ত গরম মে’ দিবসের দ্রোহে
স্বাধীনতায় জাগরণীর গান ,
মনীষীদের জীবন এবং বাণী
তারিখ মেনে লিখি তো টানটান !
পুড়ছে সময় , উল্টো দিকে ঘুরে
সঙ্গী শত শব্দসাথী মিলে
গোলাপ দিনে প্রেমের পাগড়ি খুলে
চোদ্দ ভূতের নেড়া পোড়াই ঝিলে !