অস্থির সময় আজ কবির দ্বারে,
ভীষণ ক্লান্ত বিধ্বস্ত সে,
অনুরোধ কবিকে, ‘আমাকে কলমে বন্দী করো কবি,
এ যে ভীষণ যন্ত্রণাদায়ক।
আমি আজ বেদনাতুর,
দিকে দিকে অসত্যের জয়গান,
কামনা বাসনার লেলিহান শিখায় সৎ আজ বিপর্যস্ত।
লোভ গিলছে ভবিষ্যৎ প্রজন্মকে,
কি করি কবি আমি।
তোমার তো অসীম শক্তি
আমাকে কাটাছেঁড়া করো তোমার তীক্ষ্ম কলমে,
বিদ্রোহ ঘটাতে সাহায্য করো কবি’।
শান্ত কবি বললেন উদ্বিগ্ন সময়কে,
‘চিন্তা করোনা,
আমার কলম থেকে যে আগুন বেরোচ্ছে
ধীরে ধীরে তা জ্বালিয়ে দেবে সব অসত্যকে।
এ আগুন আগামীর চোখেও জ্বলছে।
দিকে দিকে স্বস্তির আলোকবর্তিকা আনবে ঐ আগামী।
তুমি বরণ করবে তাদের,,
শুধু আরেকটু সময় দাও নিজেকে’।