এক
সাদা হোক , কালো হোক , বেড়ালের গান
আসলে ধরছে কী না ইঁদুরের কান ।
দুই
তিলের উপমা দেবো চকোলেট চাঁদ
তাহলে পাবো কী কবি , কোজাগরী কাঁধ !
তিন
বৈকাল হ্রদ ডুবে পায় না যে তল
তোমার নাভির চুমু এতোটা অটল !
চার
টিপটিপ দূরে থেকো , বুড়ি ছু্ঁলে শেষ
মাঝে মাঝে ঝমঝম , রিমঝিমে রেশ ।
পাঁচ
সংশয় ছিঁড়ে গেলে ডোডোদের ডানা
জানার অজানা তারে জীবন তারানা ।