এখন বিচ্ছেদের কাল –
বিগত দিনের শুষ্ক মায়া খসিয়ে ক্ষণিক শূন্যতা মাখবে তরু..।
একে একে ঝরে যাবে সব বিশীর্ণ হলুদ স্নেহ!
মুছে যাবে স্মৃতির অস্থায়ী দলিল!
বাতাসের ঘরে সুর উঠবে মর্মর…
মাটির বুকে জমা হবে মৌনতা…
শিশির ধুলোর মখমলে উষ্ণতা দেবে রোদ…
এখন বিয়োগের কাল –
বিভাজনে বিয়োজনে নিশ্চিহ্ন হবে জ্বরাক্রান্ত অতীত..
মুছতে থাকা স্মৃতিচিহ্নে নব বাসর রচবে বসন্ত।