একটা ভীষন সত্যি কথা বলেছি
প্রিয় ডালিম গাছটার কানে কানে-
‘এখন আর কিছুই ভালো লাগে না’
সে শুনে বেশ কিছুক্ষণ চুপ রইল
এক এক সময় মাকড়সা এসে
লালায় বেঁধে দেয় আমার মন
খুব কষ্ট হয় বেরিয়ে আসতে
অসহায় হয়ে পড়ি
শব্দের উপর শব্দ সাজিয়ে
মনের দহন কমাতে চাই
কিন্তু শব্দ সেই মুহূর্তেই অস্ত যায়
নীল মৃত্যু গ্রাস করে মহানন্দে
যে মুহূর্তে আঁকড়ে ধরতে চাই
তোমায়-
কি ভীষন নিষ্ঠুর হও
এই দুরত্বই আবার গর্ভবতী করে
জ্বাল কেটে বেরিয়ে আসে
টুকটুকে নবজাতক
-অস্ত না যাওয়া সূর্য