নষ্ট দেবতার ঘরে, আছি বেঁচে কষ্ট করে
শ্রেষ্ঠ পাগল ভুবন বলে ———
অদৃশ্য শক্তির তরে যায়নি আজও মরে,
এখন তোমার প্রহর জ্বালো
সেই প্রহর জ্বালায় আমি কালো
ভেসে গেছে সম্মান সাগরের জলে
ভুরিভুরি অপমান দিয়েছে লোকে দুখে ও শোকে,
আনাগোনা হয় কত পথচারীর
পথের সাথেই পথ হারাই
পাইনা ঠাঁই,দেখছি খেলা লুকোচুরি,
মাঝেমাঝে মনে হয় ভেঙে যাক না হয় সবকিছু
মোর মাথা হোক আরো নিচু;
কারা উঠে দাঁড়ায় দেখি শেষ পর্যন্ত
জানি আমি, জানি আমি প্রাণী অতিব নিভন্ত।
শোনেনি আমার ডাক,আমি সেই বাঘ
বেঁচে থেকেও যেন আমি চিরতরে ঘুমন্ত।