জীবন তার সন্ধানে ছুটে যায় বহুদূর
দুস্তর মাঠ ঘিরে ,
কাক চিল ওড়া ভাগাড়ের পাশ দিয়ে
বাবলার বন
কৈলাস দীঘি
খেঁজুরের সারিপথ ,আঁকাবাঁকা
যা চলে গেছে কালো নদীর পাশ দিয়ে
জামরুলের অধরের হাসি ছুঁয়ে ,
যেখানে আকাশ মাটি বড় কাছাকাছি
যেখানে রাখালিয়া বাঁশির সুর
শোনা যায় বহুদূর থেকে…
কলমি শাকের গন্ধে
গৃহিণী মাতোয়ারা… দুস্তর তমসার
মাঝেও অমলিন হাসিমুখ ।
জীবন তার উৎস খুঁজতে গিয়ে
ব্যাধিগ্রস্ত হয়ে পড়ে ।
কতদূরে ফেলে আসা জীবন
পুনর্মিলনের চেষ্টা যেন ব্যর্থতায় ঘেরা ।
অসুখ ছাড়ে না
তবু মাঠে ঘাটে ঘোরাঘুরি করি
ভালো লাগে না বসে থাকতে বা
চার দেওয়ালের ভিতর পায়চারি করতে।
ডাক্তারের মানা
বাইরে যাওয়া চলবে না
তাই ভাবছি জীবনের এই বিরাট অসুখ
বুঝি আর সারবে না ।