একাধারে বজ্রকঠিন মানবিকতায়
যিনি পেতেন আনন্দ পরের সেবায়
স্থাপন করেছেন অস্থায়ী চিকিৎসালয়
দয়ার সাগর তিনি অসহায়ের সহায়।
কেউ আর হয়নি তার মতো দয়াময়,
ফোটেনি আর সেই কুসুম কোমল হৃদয়
যুক্তি দিয়ে বলেন মিথ্যা সাংখ্য বেদান্ত
প্রাচীন শাস্ত্র সকলই নয় অভ্রান্ত।
নেই বিশ্বাস শাস্ত্রগত কোন সত্য,সব অনন্ত
ঈশ্বর,পরলোক,আহ্নিকে অবিশ্বাস নিশ্চিন্ত
শিক্ষক হবে ধর্মীয় সংস্কারমুক্ত হৃদয়বান
শক্তি ও দৃঢ়তায় তিনি নিজে ইংলিশম্যান।
ঊনবিংশ শতকে করে স্ত্রীশিক্ষার প্রচলন
সমাজে এনেছিলেন বৈপ্লবিক পরিবর্তন
একুশ শতকেও আলোকবর্তিকা দেদীপ্যমান
জ্বেলে আলোকবর্তিকা হয়েছিলেন মহান।