যে সুর আমার বীণার তানে
সে বীণা তুমি ভেঙ্গোনা ,
যে সুধা ঢেলে গাইতে চাই
সে সুধায় বিষ ঢেলো না !
যে নয়ন জগত দেখতে চায়
সে নয়নে দীনতা এনো না ,
যে আঙ্গিনা থেকে পার হতে চাই
সে আঙ্গিনায় দাঁড় টেনো না !
গভীর আশা বাঁধি আপন বুকে
সে আশায় বাধ সেধো না ,
বাঁশির তালে সুর মিলিয়েছি ওগো
সে তালে বেসুরো হয়োনা !
জীবন বনছায়ায় ফুটেছে যে ফুল
সে ফুল তুলে ফেলোনা ,
একে একে ফুল গেঁথে গড়েছি মালা
সে মালা ছিড়ে ফেলো না !
আমার হাতের পরে দিয়েছো যে হাত
সে হাত ছাড়িয়ে নিও না ,
শয়নে-স্বপনে অনুভবি যাকে
সে অনুভবে বাধা হয়োনা !
একটু একটু করে শত প্রত্যাশা
সে প্রত্যাশায় জল ঢেলো না ,
জ্বলুক প্রদীপ মনের অতল গভীরে
সে প্রদীপ নিভিয়ে দিও না !