দৃষ্টি পেরিয়ে যায় তরতর উত্তুরে কবিতা জাহাজ ,
আমি ধূর্ দুরু দুরু ভাবনার সেঁউতি ফুটোয়
উড়ুউড়ু শব্দের আপোস বসাই ।
এক মহা বেদানার বেদনার বুক চিরে
ঝুলে আছি রংচঙে রঙহীন
অসমান প্রতিভার ডিএনএ বিন্যাস ।
যদিও চর্চার চেনা চেনা সুখগুলো
জেগে আছে রাত্রির ঘামেদের চোখে ,
তবুও আশার সংশয় পোড়ে অপেক্ষার ভ্রূণে ।
কেউ নই একই মূলে কারোর মতন ।
জেনেও অশৌচ করি , না – মানার ভুলে
ভাবি বুঝি সত্য মরেছে !
সত্যের মৃত্যু নেই , এই চির সত্যের কূলে
টনটন অপ্রাপ্তির দ্রাঘিমা জাহাজ নয় ,
বারবার ফুরফুরে শান্তির সেঁউতি ভাসাই ।