বর্তমানে রাজা নেই ,অশ্ব নেই,
তবে অশ্বমেধের আগ্রাসী
ট্রাডিশন আছে বেঁচে!
মুখোশের আড়ালে শকুনি-পাশার
খেলা সমভাবে বিদ্যমান?
ছলে-বলে কৌশলে আজও দুর্যোধনেরা
একচ্ছত্র আধিপত্য চায়!
থাকবে না দ্বিতীয় কোন অধীশ্বর!
একমেব অদ্বিতীয়ম!
একদিকে চলে ঘোড়া কেনাবেচা,
অন্যদিকে মনে করুন সেই গানটা–
“ও তোতা পাখি রে,শিকল খুলে
উড়িয়ে দেব,————
ভয় দেখিয়ে ঘোড়া যদি এনে দাও।”
মুখোশের আড়ালে রাজছত্রের
একাধিপত্য বিস্তারের গোপন বাসনা-
ডানা মেলেছে নগরে-বন্দরে,
প্রান্তরে প্রান্তরে।
এখন চলে অশ্বমেধের আয়োজন!
এক দল থেকে দল ভাঙিয়ে
বিজয়ী অশ্ব যে এনে দিতে পারবে,
সেই হবে ততো বড় রাজভক্ত!
রাজ দরবারে সে তোতার
কদর বেড়ে যাবে।
নির্বাচন !
লোক দেখানো হাতীকা দাঁত!
একের পর এক,অঙ্গ-বঙ্গ কলিঙ্গ
জয় করবেন রাজা!
তিনি-হবেন একচ্ছত্র অধিপতি,
একমাত্র অধীশ্বর!
মৃত গণতন্ত্রের শবযাত্রা দেখি
বসে বসে!
গণতন্ত্রকে বুড়ো আঙুল দেখিয়ে
অশ্ববিহীন অশ্বমেধের বিজয় রথ
এগিয়ে চলেছে,
ভক্তবৃন্দ সেই রথের রশি টানতে
মহোল্লাসে হাজির হয়েছে!