রক্তবর্ণ নদীতীরে ঘটনায় সান্ধ্য ছায়া,
স্নিগ্ধ চাঁদের আলোয় স্নাত মৃত্যুপুরীর কায়া।
যত্রতত্র রক্ত-মাংস-লসিকার হোলিখেলা
বিজয় দর্পে হয় আভরণ,সাজে এ হরষ বেলা।
মৃত সোপানের এ শ্মশানপুরীতে শোণিত স্রোত সমুখে
তবু,কোন সে গহিন হৃদয় চেরা রোদন পুলক ঢাকে…
ঈর্ষা এবং দর্পের নেশা ছোটায় তুফানি অশ্ব,
প্রলয় ক্ষ্যাপা রণ হুঙ্কারে আকুতিতে হানে ভস্ম।
ক্ষমতার মান হয় আগুয়ান,জাগিয়ে রক্তক্ষুধা
দয়া নদীর স্বচ্ছতাকে রাঙায় রক্তসুধা।
কলিঙ্গ আজ হাতের মুঠোয়।বিজয় ধ্বনি শাঁখে,
তবু,কোন সে গহিন হৃদয় চেরা রোদন,পুলক ঢাকে…
পূর্ণিমা চাঁদ মায়াবী আলোয় জাগায় জয়ের রূপ,
থ্যাঁতলানো আর দগ্ধ পিষ্ট মৃত মানুষের স্তূপ।
দীর্ঘকালের তৃষ্ণাপূরণ আজ অশোক এর হৃদে
আজকে যেন দুঃখ বিষাদ আঁধার রাতে কাঁদে।
পুষ্পবৃষ্টি সকল আশায়।সব জাগতিক সুখে।
তবু,কোন সে গহিন হৃদয় চেরা রোদন পুলক ঢাকে…