আমার দিনের খেলা কবে হবে শেষ
সাঁঝের আহ্বান শুনি শঙ্খ ওই বাজে,
আঁধার হলে রজনী চন্দ্র দেখি সাজে,
এখনও আমার যে চাঞ্চল্য অশেষ।
অতৃপ্ত হৃদয় মাঝে কামনার রেশ,
তাই বুঝি আনমনা থাকি বিনা কাজে,
স্বজন বান্ধব সবে মরে তবু লাজে,
নিশ্চিন্ত আজও আমি বসে আছি বেশ।
সবাইতো বলে শুনি অলস হৃদয়,
কূপমন্ডুক থাকেই তাই হয় লয়।
আগামীর স্বপ্ন এ মনে চির জাগরুক,
তাই নিয়ে আছি বেঁচে জেনো সর্বক্ষণ,
স্বপ্ন সাকার হবেই হয়তো অলীক,
তাই ভেবে আছে সুখ খুশি মনপ্রাণ।।