“অজগর করে না চাকরি
পনছি করে না কাম,
কহ গয়ে দাস মনূকা
সবকা দাতা রাম।”
অলস মস্তিস্ক কর্মে ধীর
স্থাবর হয়ে বেশ আছি,
নিষ্কাম যোগী(!) এক
ময়াল অজগর মহাবীর।
গোটা মৃগ গলাধঃকরণ
ক্ষণ ক্ষণ তৃপ্তির ঢেঁকুর
গভীর কুম্ভকর্ণ নিদ্রায় ষষ্ঠ মাস
শিয়রে শুষ্ক পত্র-আভরণ।
আহাম্মক নিরলস কর্ম করি,
চালাক অক্লেশে খায়।
কথায় পটু কার্য্যে ভারী নির্লজ্জ্ব,
সদা সুখী, নিত্য গা জোয়ারি।