অরাজক আজ সমাজের হাল
সদা সন্ত্রাস ভয়,
হাড়ে মজ্জায় আতঙ্কের স্রোত
মূক তাই সবে রয়।
সমাজ জুড়ে কৈতব মেলা
লুটপাট তছরুপ সব,
প্রতিবাদে জীবনের দায়
শাসানির খুব রব।
দুর্নীতি রাজ অবৈধ কাজ
স্বার্থ সিদ্ধি রীত,
যোগ্য জনে পায়না কদর
অযোগ্য পায় প্রীত।
বিবেক বাঁধা আস্তাবলে
চেতন বুদ্ধির ক্ষয়,
ছলচাতুরি লোক ঠকিয়ে
অসৎ ইচ্ছার জয়।
পেশি শক্তি আর হুমকিতে
সন্ত্রস্ত সব আজ,
বোমাবাজি হত্যা কান্ড
শুধু সন্ত্রাস রাজ।
অন্যায় দেখে চুপচাপ থাকে
আতঙ্ক ভরা মন,
আসবে সুদিন সেই অপেক্ষায়
চেয়ে রয় সব জন।