এসো, এই পথ ধরে এসো,
শ্যামল গালিচা বিছানো পথ,
ওস্তাদজীর সেতারের ঝড়ে স্বাগত জানাবে তোমাকে
পাইন, দেবদারু, বটের ঝুরির বুনো গন্ধে
অক্ষরমালা খুঁজে পাবে।
পাথরের গায়ে রঁদার ভাস্কর্য,
অরণ্যের মৌনতায় ঝিল্লিরব,
একটানা নয়, লয় তানে রাগ মালকোষ।
পাতাগুলো তিরতির করে কাঁপছে,
কিন্নরী দল ছন্দে ছন্দে মুদ্রা বিভঙ্গে
অরণ্যের জলসাঘরে লক্ষ তারার ঝাড়বাতি
কোজাগরী আঁচলে আলপনায় আঁকা রাতে
মৃগতৃষা লুটিয়ে পড়ুক দয়িত আকাশের বুকে,
প্রিয়, কবিতায় হোক শেষ আলাপন
কাঁচে ঢাকা জীবন থেকে বেড়িয়ে জীবন খুঁজে পাবে।