এখানে অন্ধকার বনে
কান পেতে শোনা যায় অরণ্যের গান,
তুমি এখানেই আছো ভাবি,
জোনাকির পাশাপাশি আমিও যে খুঁজে দেখি
আদিম এ পৃথিবীর প্রকৃতির গান।
স্বপ্নের মতো মনে হয়,
আদিম এ অরণ্যের নিভৃত কোণে
তোমাকেই ভাবি মনে মনে,
ভাবি জীব জগতের মিলন মহান।
ডাকি কাছে ডাকি দূরে কেন যাই সরে সরে
দুবাহু বাড়িয়ে তবু গাই জয়গান,
প্রেম নয় অন্য কোনো কিছুর সমান।
মনের ধুসর বেলা আনমনে করে খেলা
তরী নিয়ে মাঝি মাল্লারা ভেসে যান
আমিও ওদের সনে ভেসে যাই মনে মনে
আদিম এ প্রকৃতিতে নিয়ে জলযান।
শুধু প্রেমাবেগ নয় আরও কোনো বিস্ময়
পৃথিবীর কোণে কোণে আজও বিদ্যমান,
সূর্য ওঠে বেলা যায় চারিদিকে অযুত প্রমাণ।
তাই মন মাধুরি তে প্রাণে প্রাণ মেলে যাতে
কোথা আছো তুমি মিতে গেয়ে যাই গান,
কাছে এসো ধরা দাও তৃষিত রে বারি দাও
হোক নিশা অবসান জুড়াও পরাণ,
তাইতো হৃদয়ে আসে অফুরান গান।
এক জীবনেই জাগে অফুরন্ত আশা
তাই তো ভুলিনা আমি জীবনের সব ভালোবাসা।।