ভাবনার নীলচরে ছুঁই ছুঁই দৃষ্টির বৃষ্টি বরে
প্রফুল্ল ফুল ফোটে মনের মাস্তুলে
লকলকে লাভার অগ্নিশরীর উর্বর হয় একদিন
আমার নক্ষত্র নৌকার নদীজন্ম হয় না
আকাশী ইচ্ছে ফেনার যৌবন বুদবুদ
অভিকর্ষ বাণে বারবার বৃদ্ধ বরফ হয়ে যায়
সুপ্ত আগ্নেয়গুহার গাঁয়ে পাশাপাশি
ছুঁয়েছি বিন্দুবারি যেন পয়মন্ত পয়োধি
তবুও বুকের বৃক্ষ ছেড়ে
ফরফর উড়ে চলে প্রেমিকার ছায়া
অথচ আমার আজন্ম প্রেমিক প্রতিভার প্রণামী বাক্সে
মৌন সম্মতির কোনও অসম্মত মুদ্রা পড়ে না
শুধু কবিতার বীজ ছুঁড়ে
অযোনী উল্কার মতো মানসীরা আসে আর যায়