এই যে বন্দুকের নলে সুখ কেনার কত বিশাল
আয়োজন,
তার মধ্যে থিকথিকে কাদা আর পুঁতিগন্ধময়
গলিত শবের এত আনাগোনা।
সূক্ষ্ম দৃষ্টি ছাড়া টেরটি পাওয়া অসম্ভব।
অথচ মদিরা-নেশায় ফুরফুরে হাওয়ায় আভোগ
আবেদনে সুখ কিনি কত সস্তায়,
আর দুরন্ত কৃমিদের অশুভ উপস্থিতি মনে করি
ছিল না কোনোই প্রয়োজন ।