দেখো দেখো রাত হয়নি যে শেষ
ধ্রুব তারাটা যদিও ম্লান
পথে যে ঘুমোয় পথের শিশু
শিশিরে করেছে স্নান।।
কবিতাটা ঠিক আসে না ওদের
ওরা কি কবিতা বোঝে?
প্রতিদিন শুধু জীবন যুদ্ধ
দুমুঠো ভাতের খোঁজে।।
মেঘ নেমে এলে শহরে বা গ্রামে
হঠাৎই নিম্নচাপ
কতো না জীবন লিখেছে শুধুই
মৃত্যুর সংলাপ।।
ওরা তো শেখেনি পড়লে লিখলে
গাড়ি ঘোড়া যায় চড়া
ক্ষুধার জ্বালায় কচি কিশলয়
গোড়াতে গিয়েছে মারা।।
ওরা শুধু জানে চেনা ফুটপাত
ওটাই ওদের ঘর
ওদের জন্য সমস্ত দিন
মৃত্যুর উৎসব।।
জীবনটা ওদের বাড়তি পাওনা
যায় যদি যাবে চলে
অনাদরে বাঁচে প্রতিদিন ওরা
অযাচিত শৈশবে।।