প্রবল বেগে ছুটছে দেখো
হাতে ভাতের থালা,
ঠাক্ মা বুড়ি পিছে ছোটে
শোনরে মাণিক লালা।
ডাক্তার বাবুর নিষেধ আছে
অসুখ করবে শেষে,
রক্তে স্নেহ জমেছে তোর
কোলেস্টেরল বেশে।
কাচকলা আর শিংঙি মাছের
পথ্য রাঁধা আছে,
সোনা মুখে খেয়ে নাও গো
গোল করো না পাছে।
শরীর সারলে দেবো তোমায়
মাছ মাংস পদ রেঁধে,
খাবে তুমি গপগপিয়ে
নেবে পোটলা বেঁধে।
দৌড়ে পালায় গাবলু চরণ
পোলাও মুরগি খাবে,
পথ্য খেয়ে মুখটা নষ্ট
অমৃত স্বাদ পাবে।