খ্যাপা খোঁজে পরশ পাথর
আমি খুঁজি অমৃত!
দিতে কি পারিবে তোমরা
অমৃতের সন্ধান?
কোথা আছেন মহেন্দ্র পর্বত?
কোথা বিরাজিছেন বাশুকি নাগ?
দেবরাজ ইন্দ্র কি দিবেন দেবসেনা;
অসুররাজ নিজ আসুরিক শক্তি?
যদি পুনঃ সবার কৃপা হয়
মন্থন করিব দুর্জয় সাগর।
দেবী লক্ষ্মী হইবেন সদয়,
করিবেন বিতরণ অমৃত-সুধা সবে সম!
লবিবে সকল প্রাণী নব জন্ম
কুরুরাজ, যযতি সম।
না থাকিবে জ্বরা-ব্যাধি, হইবে অমর;
লবিয়া চির যৌবন, করিবে ভোগ সুন্দর নারী!
দুঃখ-কষ্ট, কালকূট হলাহল
করিবেন নীলকন্ঠ, নিজ কন্ঠে ধারণ।
ছদ্মবেশে রাহু না করিবেন অমৃত চুরি
চির-শত্রু দেবতা হতে!
আনন্দে মাতিবে সবে
তিমির-অন্ধকার হবে দূর।
ভোগ করিবে সবে দেবলোক
যেমন সুর-রাজ ভোগেন আম্রাবতী!
দিবা-নিদ্রা হটাৎ গেলো টুটি
গিন্নি দেন বকুনি—
‘মিনসে যাও বাজারে, নাও বাজারের থলি!’
বিরস বদন, ভাবছি আনমনে,
হত যদি সত্য এই দিবা-সপ্ন এক দিনের তরে !!