আমি প্রেমে পড়ি একজোড়া কাজল কালো চোখের ,
আর কাব্য সাজাই নিরন্তর এই শহরের প্রতি ধুলিকণায়,
প্রাক্তন হবার অজুহাতে নতজানু শহর বিরহী মনে
তৃষ্ণার্ত যাযাবরের মতো শব্দকে গিলে খায়….
নিঃসঙ্গতা এখানে অবিনশ্বর আত্মার মতো
ক্লান্ত হয় অভিনয়ে,
ক্লান্ত হয় মিথ্যায়,
পূর্ণিমার জোয়ারের মতো এক বুক শূন্যতা
অনন্ত পথ পাড়ি দেয় মেঘেদের মত–
ধস্ত মগজের মাস্তুলে,
স্মৃতিভেজা ম্লান স্বরে,
শুধু অক্লান্ত বেঁচে থাকা এক একটা যুগ
পড়ে রয় অমীমাংসিত অথচ আমার ব্যাপক বিরহভূমি,
তবুও, আমি প্রেমে পড়ি
বারংবার আমি প্রেমে পড়ি এই শহরের প্রতি বর্ষায়।