আমাদের দিন চলে যাচ্ছে কোনোমতে,
” আমার সন্তান যেন থাকে দুধেভাতে”-
এটুকুই তো আমরা শুধু চাই,
পোড়া কপাল, সেটাই বা কোথায় পাই!?
দুর্নীতিতে ছেয়ে গেছে দেশ,
মুখ ও মুখোশের পরিপাটি বেশ!
আজ যে সাধু কাল সে ডাকাত,
যাঁতাকলে পড়ে আমরা কুপোকাৎ!
চোর থেকে সাধু, সাধু থেকে চোর,
এই খেলা চলছে নিরন্তর!
মানুষ রূপে না রইলো মান,
কীভাবে হবে আমাদের পরিত্রাণ!!