আকাশ আজ অমানিশায় ঢেকেছে
অন্ধকারে পথ দেখা যায় না
কোন্ পথে কতটা গেলে মিলবে আলোর দিশা !
তুমি তো এসেছিলে আলোর পথ ধরে
তবে আজ কেন সব অন্ধকার !
আকাশের তারারাও আর মিটিমিটি হাসে না ।
চাঁদ কোথায় মুখ লুকিয়ে আছে
আমাকে নেয়নি সঙ্গে
এই ঘোর তমসা মাঝে আমি একাকী পথ হারিয়েছি
তুমি বলেছিলে, আকাশের তারারা
ঝলমল করবে প্রতি রাতে ,
তবে আজ কেন তারা ম্রিয়মাণ !
তুমি বলেছিলে, চাঁদ আমাকে সাথে করে নিয়ে চলবে ,
তবে আজ সে কোথায় লুকিয়ে আছে!