ফেলে আসা সেই শৈশব রাত-দিন ভাবায়,
সুখ-দুঃখে কাটানো সে স্মৃতি কি ভোলা যায়!
বোঝা-পড়া হীন সেই দিন আজও অমলিন,
ছিল না তো কানা-কানি সম্পর্ক ছিল রঙিন।
এক সুরে ভাই-বোন সব করতাম মুখস্থ পড়া,
মনে পড়ে চুপি-চুপি সেই আচার চুরি করা।
দুষ্টুমি করলে পরে পাড়ার জনে-জনে এসে-
ছোট-খাটো ঘটনাকেও মাহাত্ম্য দিত নালিশে।
ভর দুপুরে তবুও লাফ-ঝাঁপ হত’না বন্ধ,
বন্ধু-বান্ধবের মধ্যে উচ্ছলতায় ছিল না দ্বন্দ্ব।
ঘরে-বাইরে অবারিত সেই খেলার মুক্তাঙ্গন,
এই প্রৌঢ়ত্বে এসে সকাল-সন্ধ্যা খোঁজে তাই মন।।