মাঘ পেরোতেই বিমলাদির ফোন;
ফাগুনের হাওয়ায় ভেসে যাসনে কোথাও
এবছর রঙের উৎসবে তোর নিমন্ত্রণ।
পাতা ঝরার সময় হয়ে আসে শেষ;
ডালে ডালে উঁকি দেয় নতুন কুঁড়ি
তবুও সকলের অলক্ষ্যে রয়ে যায় পুরনো রেশ।
মুকুলের গন্ধে ম ম চারিদিক;
মৌমাছিদের ব্যস্ততা এখন তুঙ্গে
ঘর গেরস্থালি ছেড়ে বেরিয়ে পরলাম কু ঝিক ঝিক।
হারিয়ে গেছে ধোঁয়া ছড়ানো রেলগাড়ি ;
কালের প্রভাবে এখন গতিশীল
সময় খুবই কম সবকিছু বড্ড তাড়াতাড়ি।
গাছে গাছে শিমুল হাসছে;
পলাশ অভ্যর্থনা করছে অতিথিদের
প্রকৃতিতে যেন সুখ ভাসছে।
লালমাটির দেশ আগুন জ্বলা দিগন্ত;
হাওয়ায় দোল খাচ্ছে অমলতাস
দিকে দিকে আজ নব জীবনের বসন্ত।
বিমলাদি দাঁড়িয়ে আছে দরজায় ;
গাছপালার ফাঁক ফোকর গলে
রোদ ঝাঁপিয়ে পরেছে নিকানো আঙিনায় ।
আগের মতো এখন আর টাঙ্গা নেই;
গাঁয়ের পথে চলছে টোটো
গ্রাম বদলে যাচ্ছে দ্রুত হারিয়ে ফেলছে খেই।
লালমাটির রাস্তা এখন পিচ ঢালা পথ ;
জঙ্গল পরিষ্কার করে বসছে বসতি
এগিয়ে চলেছে সারিবদ্ধ উন্নয়নের রথ।
চারিদিকে লাল হলুদের ছড়াছড়ি
তার মাঝেই উঠেছে কংক্রিটের দেওয়াল
অনিয়মের ছবি চোখে বেঁধে সরাসরি।
নগর সভ্যতায় হারিয়ে যায় জলাশয়
শ্যাওলা জমে মানুষের মনে
গ্রাস করে অবিশ্বাস আর একমুখী ভয়।
তবুও মানুষ বুক ভরে নিতে চায় শ্বাস;
বাঁচার আকুতি ফুটে ওঠে চোখে মুখে
আশায় দুলে ওঠে অমলতাস।
বিমলাদি কপালে এঁকে দেয় হলুদ টিপ;
রঙিন আবিরের ছোঁয়ায় যেন নবজন্ম
জ্বলে ওঠে প্রথম ভালোবাসার দীপ।
তখন আর কোন বাধাই বাধা নয়;
কিশোরী প্রেম উঁকি দেয় অপরাহ্ন কালে
মনে দুর্দমনীয় ইচ্ছা করতেই হবে জয়।
হৃদয় বৃন্তে ফোটে মুকুল জন্মে নতুন আশ;
বসন্তে একাকার হয় ভালোবাসা
একাকার হয় শিমুল পলাশ অমলতাস।