হৃদয় দিয়ে লিখলে কবি
কাব্য ছড়া যত,
কালের বুকে থাকবে গাঁথা
অমর হয়ে তত।
শব্দ ফুলে যত্নে তুলে
লিখে ছন্দ সুরে,
শ্রুতিমধুর হলেই রবে
পাঠক হৃদি পুরে।
দেশ দশের কল্যাণে যে
কাব্যে রাখে দিশা,
ঋদ্ধ মনে দশের হিতে
মুছেন অমা নিশা।
লেখার পথে শতেক বাধা
নির্ভীক যে কবি,
প্রতিবাদের কলম চলে
কাব্যে রচে সবি।
কবির লেখা দীপ্ত আশা
জাগায় জন মনে,
বোধ পরশে ঘুচে তমস
সঠিক দিশা সনে।