একটা মৃত্যু,জন্ম দিয়ে যায়-
নিরন্তর গবেষণার স্বীকৃত শ্বেতপত্র;
স্মৃতির সরণি বেয়ে সাফল্য-ব্যর্থতার নিখুঁত কাটাছেঁড়া,
স্থিতধী হৃদয়ের গভীরে অশান্ত গোপন সংলাপ,নীরবে
পরীক্ষিত সময়ের না মেলা অঙ্কের অসম দীর্ঘশ্বাসে
ভারি হয়ে ওঠে পথচলতি সুদূর ভাবনাগুলো…..
জীবনের কঠিন সমস্যাগুলো মেলাতে গিয়ে-
কখনো মেঘ কখনো আলোর আভাস।
সৃষ্টির সাধনায়,শিল্পীসত্ত্বার লড়াইয়ের রক্তাক্ত ইতিহাস
উপহার দিয়ে যায় হিসেবের শতসহস্র কুটকাচালি
প্রচ্ছায়ার গভীরে ঢাকা পড়ে যন্ত্রণার অবাধ্য অস্থিরতা
জীবনের উত্থান-পতনের কঠিন সিঁড়িভাঙা অঙ্কে
দস্তখত করে প্রাপ্তি ও অপূর্ণতার দ্বিখণ্ডিত স্বরলিপি।
তবুও–
সুর-তাল-লয়ের টানে,পিছু হঠে প্রতিকূল হাওয়া;
জেগে ওঠে সুরের পবিত্রভূমি,অন্তরাত্মার আহ্বানে।
শিল্পীর মৃত্যু হয়,বেঁচে থাকে শিল্প,সম্ভাবনার ইতিবৃত্তে….