স্থির কোন কেন্দ্র নেই, ক্ষণিক সুখের মোহে দুলি
শিশুকাল থেকে যদি সব মোহ ভুলি
স্থির কোন কেন্দ্রে ভর করে দুলে যাওয়া যেত,
হৃদয় তাহলে, হয়তো কিছুটা স্বস্থি সুখ পেতো।
বিপন্ন বাতাস এসে সব এলোমেলো করে দেয় যখন ,
অসহায় লাগে বড় নিজেকে তখন
মনে হয়
সমস্ত প্রচেষ্টার ভিতরেই যেন এক ব্যর্থতা আছে,
না হলে বন্ধুরা কেন ধারে কাছে
রক্তাপ্লুত হাতে নিঃশব্দে দাঁড়িয়ে আছে?
আর সেই অস্থিরতা ঘিরে রাখে
সন্তপ্ত সময়ের তার,
স্রোতময় ঘূর্ণন দুর্বার।
এই সব নিগূঢ় তত্ত্ব ভেবে ভেবে হায়
হৃদয়ের অভীষ্ট কুসুম, ফুটে উঠে ঝরে যায়
আর এ জীবনের সব লেনদেন হঠাৎ ফুরায়।