হাত দুটো মিলবার আগেই
মাঝখানে একটা দেওয়ালের জন্ম হয়
এ বাধা সরানোর জন্য
তুলে আনি দু-এক মুঠো
ধূলোবালি
ডেকে আনি
রঙ পালকের গল্প সব
বেছে বেছে শব্দের ঘর তুলি
রোদেলা আলোয় তার নাম দিই
জীবন
ভালোবাসা
আনন্দ
মুক্তি
সময়ের নানান ভাঁজ খুলে
নানান ছবি আঁকতে আঁকতে
সে কখোনো খুব কাছে আসে
আবার হাত বাড়ালেই অদৃশ্য ও হয়ে যায়
এ লুকোচুরি-ই
সাধনার পথে আলো দেয়