আমার সাধের স্বপ্ন গুলো
রঙিন সুতোয় বাঁধা,
কিছু ইচ্ছে পূরণ হলো
বলেন কবি দাদা।
আশার সুতোয় স্বপ্ন বুনে
আঁকি কত ছবি ;
গল্প,পদ্য ডানা মেলে
হয়ে গেছি কবি।
সনেট,হাইকু লতিফা যে
হাতছানিতে ডাকে;
অণুগল্পর চোখেতে জল
দোষটা দেব কাকে!
আমার সাধ যে খোলা খাতায়
কলম দিয়ে লিখি,
প্রতি পলে ছন্দ ,ছড়া
অনেক কিছু শিখি।
আমার ইচ্ছা পাখি হবার
অভিলাষা ফুলে;
কবি হয়ে ভেসে বেড়াই
স্বপন নদীর কূলে।