তুমি ভালবাসলেই আমার অসুখ সেরে যাবে জানি,
তবু আমি কোনদিন বলব না সে’সব।
শিশির যেমন ঝরে পড়ে ঘাসের বুকে
সে’ভাবে নিঃশব্দে যে’দিন
তোমার ভালবাসা ঝরে পড়বে স্বার্থবিহীন,
আমি সুস্থ হয়ে উঠব।
শীত আসতে খুব দেরী নেই আর
এই গ্রীষ্ম পেরিয়ে বর্ষাটা গেলেই
সে ঝাঁপিয়ে পড়বে আমার বুকে,
আমি তার প্রতীক্ষায় আছি।
তখন তোমার উষ্মতা ছাড়া
জানি স্তব্ধ হয়ে যাব
তবু আমি বলব না কিছুই।
কেউ জানতে চায়নি,তবু কেন আমি বলছি এ’সব?