অভিমান
বিকেলে বাড়ি ফিরে দেবদত্ত জানতে পারে সুচরিতা পাশের বাড়ির মুন্নার সাথে বেলা এগারোটায় নার্সিংহোমে ভর্তি হয়েছে।আপাতত মা – মেয়ে সুস্থ।
ঘরে বৌ পোয়াতি… তুমি বৌকে ছেড়ে….!
এমনকি কোথাও গেছো..বৌকেও বলে যাওনি..ফোনটাও ধরছিলে না।
মাসিমা ফোনটা আজ বাসে….।
সেই নিয়ে থানা পুলিশ ..সব করে এই বাড়িতে এলাম।
দেব মনে মনে ভাবে একটি হলুদ নেলপলিশের বায়না করেছিল..তার জন্য ঝগড়া…।নিরুদ্দেশ হতে গিয়ে মোবাইল চুরি।
দোকানে গিয়ে মেয়ের মুখ দেখার আগে..হলুদ নেলপলিশ কেনে।নার্সিংহোমে ঢুকে বলে যা দুটো হলুদ আনলাম।ভাবলাম মেয়ে যদি মার সাথে ঝগড়া করে।!!
মাতো রাগে মুখ ঘোরায়।।
দুটো হলুদ নেলপলিশ দেখে খুশিতে ডগমগ বৌ।
বর বলে তোমার পায়ে লাগিয়ে দি।
এ..ই …না।তু..মি না যাচ্ছে…তা..ই।