অভিমান লুকিয়ে রাখি শব্দের ভাঁজে,
চৈত্রের কিছু ধূলিকণা অন্তর্হিত বাতাসের খাঁজে,
আম্র মঞ্জরী নাড়ি কাটে সময়ের আগে,
উচ্ছাসী ঝড় গায়ে মাখে না ছিটেফোঁটা অনুতাপ,
ওত পেতে থাকে নিঃশব্দে হলুদ রোদ্দুর,
খুঁজতে খুঁজতে ভাবের ঘরে ঢুকে পড়ে ভিনদেশি মেঘ………
পথের বাঁকে জমা হয় কিছু কলরব,
ধ্যনমৌনী চুপকথা মাতে নিঃশব্দ উল্লাসে,
সুখবৃষ্টির শব্দফোয়ারায় পরতের পর পরত শুধু সবুজ শ্যাওলা,
মনের মানচিত্র নিবিড় নিঃশ্বাসে আঁকে জোনাকি বর্ণমালা……..
আড়াল গুলো আগলে রাখি আবডালে,
দূরত্বের মধ্যে সৃষ্ট নৈকট্যের অববাহিকায়
শব্দেরা ভাঁজ ভাঙে অভিমানী জলকণার…