ইঁদুর মারা কল হাতে সুন্দরবনে
তন্দ্রাবিভূত শিকারী
জানেনা পৃথিবীর রূপ।
ইঁদুর মারা কলের রক্তের দাগ
আমাকে ছোঁবে না।
অন্ধকারে নিবে যাওয়া কুপিতে
শিকারীর ঝুঁকে পড়া মুখ
গভীর দুঃখ ও লজ্জা। তাই বলি
গঙ্গার ধারের কাঠবেড়াল খোঁজ ,
তীর ধনুক হাতে খোঁজ গোসাপ
আমাকে খুঁজতে এসনা।